সমাজের আলো: সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া/চুরি হওয়া ১৪ টি মোবাইল প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা হয়েছে। পূর শনিবার সকাল ১০ টা হতে ১০:৪৫ পর্যন্ত পুলিশ সুপার সাতক্ষীরা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) নির্দেশে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মির্জা সালাহউদ্দিন।
উদ্ধারকৃত এই সমস্ত মোবাইল গুলির মধ্যে ২০১৮ সালে ৩ টি এবং অবশিষ্ট ১১ টি মোবাইল ২০১৯ হতে ২০২০ সালের বিভিন্ন সময়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন জায়গায় হারিয়ে যায়/চুরি হয়। মোবাইল গুলি সাতক্ষীরা, যশোর, ঢাকা, বরিশাল, রাজবাড়ী, মানিকগঞ্জ এবং কুড়িগ্রাম জেলা থেকে উদ্ধার করা হয়। করোনা সংক্রমণজনিত পরিবর্তিত পরিস্থিতির কারণে মোবাইল উদ্ধার কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষণ করা হচ্ছে।
