নয়ন মন্ডল সাতক্ষীরা প্রতিনিধি : শিশুর জীবন করো রঙিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ১০২ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস ২০২২ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেককাটা, ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল (১০) থেকে বিকাল (৪.০০)পযন্ত এই কার্যক্রম চলে। এই সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আবদুল কুদ্দুস সরদার, উপাধ্যক্ষ প্রকৌশলী মোঃ মহানন্দ মজুমদার,ও সহকারী শিক্ষক ও শিক্ষীকা মন্ডলি। বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তাই এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের আস্থা ফিরে এসেছে।বাঙ্গালী জাতি তাই এই দিবসটি অত্যন্ত গুরুত্ব ও শ্রদ্ধার সাথে পালন করেছে।তার কৃতকর্মের কারনে সমগ্র জাতি আগামীতেও এই মহান নেতাকে স্মরন করবে।আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এসময় সকল অতিথি, শিক্ষক, শিক্ষীকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে কেক ও মিষ্টি বিতরন করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *