সমাজের আলো : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটিতে খোলপেটুয়া নদীর উপকুল রক্ষা বেড়িবাঁধ ভেঙে এ পর্যন্ত মোট ১২ টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় তিন হাজার পরিবার। ইতিমধ্যে প্লাবিত এলাকায় সুপেয় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনার কারণে প্রতিবছর এমন ভোগান্তির স্বীকার হতে হয় উপকূলীয় এলাকার মানুষের এমনটি অভিযোগ গত বৃহস্পতিবার রাতে প্রবল জোয়ারের চাপে আকস্মিকভাবে শ্যামনগর বুড়িগোয়ালীনী ইউনিয়নের পশ্চিম দুর্গাবাটির সাইক্লোনশ্লেটার সংলগ্ন খোলপেটুয়া নদীর ২০০ ফুট জরাজীর্ণ উপকূল রক্ষা বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ফলে পানিবন্দী হয়ে পড়েছে ঐ এলাকার প্রায় তিন হাজার পরিবার, ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি।খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ইতিমধ্যে পশ্চিম ও পূর্ব পোড়াকাটলা, পশ্চিম ও পূর্ব দুর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া, বুড়িগোয়ালিনী, কলবাড়ি, দাতিনাখালী, মাদিয়া ও ভামিয়া গ্রাম প্লাবিত হয়েছে। জরুরি ভিত্তিতে বেঁড়িবাধ সংস্কার করা না হলে প্লাবিত হবে উপকুলীয় উপজেলা শ্যামনগরের নতুন নতুন এলাকা। তবে, বেঁড়িবাধ সংস্কারে ইতিমধ্যে পানি উন্নয়নের বোর্ডের সহযোগিতায় জনপ্রতিনিধিরা স্থানীয়রদের নিয়ে বাঁশ দিয়ে পাইলিং এর কাজ শুরু করেছেন।তবে স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি আর দায় সারাভাবে বেড়িবাঁধ সংস্কাকারের ফলে প্রতিবছর এমন ভোগান্তিতে পড়তে হয় তাদের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *