সমাজের আলো: জেলায় নতুন অধ্যায়ের শুভ সুচনা হলো। করোনা আক্রান্ত রোগীদের জীবন রক্ষার ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ করলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার)।জেলার মানুষ সহজে পাচেছন এ সেবাটি । নব উদ্যোগে মানবসেবার জন্য গড়েতোলা হলো এ প্রতিষ্ঠানটি। আজ থেকে শুরু হলো পথচলা।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা সংগ্রহ ব্যাংক। জেলা পুলিশের উদ্যোগে স্থাপনকৃত প্লাজমা ব্যাংক এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক বিএমএ, সাতক্ষীরা জেলা শাখা, এ.কে.এম আনিসুর রহমান এমডি, সিবি হাসপাতাল সাতক্ষীরা, ১৫(পনের) জন বিজয়ী করোনা যোদ্ধা সহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

