নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডে এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া চলাচলের রাস্তা আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ১নং ওয়ার্ডে গণমুখী ক্লাবের সামনে প্রধান অতিথি হিসেবে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র বলেন, “সাতক্ষীরা পৌর এলাকার চলাচলের অনুপযোগী রাস্তাগুলি পৌরবাসীর চলাচলের স্বার্থে সাতক্ষীরা পৌরসভার প্রধান উপদেষ্টা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলামের সাথে পরামর্শ করে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাগুলি নির্মাণ করা হচ্ছে। আমরা পৌরবাসীর জন্য উন্নত নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং খুব শীঘ্রই জার্মান সরকারের দেওয়া সাতক্ষীরা পৌরসভার জন্য উন্নয়নে বরাদ্দকৃত কেএফডব্লু প্রকল্পের কাজ শুরু হবে। কাজ শুরু হলে সাতক্ষীরা পৌরসভার চেহারাই পাল্টে যাবে ইনশাল্লাহ। সেজন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ, কাটিয়া সদর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর দত্ত, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবেক জেলা ক্রীড়া অফিসার বীর মুক্তিযোদ্ধা জিল্লূর রহমান, বিশিষ্ট সমাজসেবক সুধাংশু শেখর সরকার, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জুলফিকার আলী ভূট্টো, নিরিবিলি কমিউনিটি সেন্টারেরর স্বত্বাধিকারী মো. হাসান, সাতক্ষীরা পৌরসভার সহকারি প্রকৌশলী মো. কামরুল আখতার তপু, এসও মো. কামরুজ্জামান শিমুল, মো. মোহাব্বাত হোসেন, বিশিষ্ট নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, অমিত দত্ত, সিদ্দিক চৌধুরী, লিয়াকত চৌধুরী, গণমুখী ক্লাবের সদস্য মাহমুদ আলী, হারুন খান, রবি মাস্টার, নির্মাণ কাজের ঠিকাদার আকরাম হোসেন খান বাপ্পী, নিতাই চন্দ্র দত্ত, এস.এম ময়না, আরিফ হোসেন, আব্দুর রশিদ, শওকত হোসেন, শুভ, তুহিন, রাহুল দত্ত, ইসমাইল,মাহামুদ হোসেন, কমল বিশ্বাস, মিন্টু, শওকাত হোসেন, এস এম ময়না, গফফার হোসেন, মগফুর হোসেন, আরিফ হোসেন, গৌরব প্রমুখ। সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডে গণমুখী ক্লাবের সামনে থেকে থানাঘাটা-নারকেলতলা রাস্তা অভিমুখে ৩৩০ মিটার আরসিসি ঢালাই রাস্তা ৩০ লক্ষ ১১ হাজার ১৯৫ টাকা ব্যয়ে সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়ণে নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীর মধ্যে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা গেছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এবিএম রাজিববিল্লাহ রাজু।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *