সমাজের আলো : একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শানিত করে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২০। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে মুক্তিযুদ্ধ বিরোধীরা ফের মাথাচাড়া দিচ্ছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরসহ বাঙালি সংস্কৃতিকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। একইসাথে তারা দেশে সাম্প্রদায়িকতার বিষ বপণ করে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশকে পেছনে ঠেলে দিতে চায়। এদেরকে প্রতিহত করতে হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধ এবং বিজয় দিবস সম্পর্কে বর্তমান প্রজন্মকে আরও বেশী করে জানাতে হবে। বাঙালির এই গৌরবময় ঐতিহ্যকে ধরে রাখার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন তারা। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক অ্যাড. অরুন ব্যানার্জী, সহসভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক পত্রদূতের লায়লা পারভিন সেঁজুতি, মানবজমিনের ইয়ারব হোসেন, বনিক বার্তার গোলাম সরোয়ার, চ্যানেল ২৪ এর আমিনা বিলকিস ময়না, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও আব্দুল বারী, সাবেক সহসভাপতি কালিদাস রায়, সাংবাদিক সেলিম রেজা মুকুল, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম, ডিবিসির এম জিললুর রহমান, মোহনা টিভির আব্দুল জলিল, দৈনিক অর্থনীতির ফরিদ আহমেদ ময়না, ইব্রাহিম খলিল, আব্দুস সামাদ, দ্য এডিটরস এর রিজাউল করিম প্রমূখ।

