সমাজের আলো : সাতক্ষীরার কলারোয়ায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রবাসীর সম্পত্তি অবৈধভাবে দখল করতে তার স্ত্রীকে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়ার মক্তার শেখ এর স্ত্রী মোছা: নাছরিন সুলতানা। তিনি বলেন আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে আছেন। তার কঠোর পরিশ্রমের টাকায় চলতি বছরে ১১১ নং ক্ষেত্রপাড়া মৌজায় এস এ খতিয়ান ৮৭১ ও ৯৮৯ এস এ দাগ ৩৯৫, ৪০০, ৪০১ আর এস খতিয়ান ১৯৬ দাগ নং ৩৯৩,১৯৮ দাগে ২টি টিন সেট রুম বিশিষ্ট ৪৩ শতক জমি সাগর সাহার নিকট থেকে ক্রয় করি। এরপর থেকে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। কিন্তু আকস্মিকভাবে পবিত্র সাহার নেতৃত্বে রাম কৃষ্ণ সাহা ও প্রদিপ সাহা উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আমার স্বামী প্রবাসে থাকে ফলে বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় তারা বাহু শক্তির বলে আমাদের ক্রয়কৃত সম্পত্তি দখলের উদ্দেশে মরিয়া হয়ে উঠেছে। তাদের বৈধ কোন কাগজপত্র নেই। উপায়ন্তর হয়ে সাতক্ষীরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় আদালত ১৪৫ ধারা জারি করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। পবিত্র গং আদালতের সে নির্দেশ অমান্য করে আমার বাড়িতে প্রবেশ করে ভাংচুর করে।

তিনি আরো বলেন প্রবাসে আমার স্বামীর কঠোর পরিশ্রমের টাকায় উক্ত সম্পত্তি ক্রয় করেছি। সেখানে ৫ বছর বয়সী শিশু পুত্রকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার উদ্দেশ্যে নিয়ে উক্ত সম্পত্তি ক্রয় করেছি। অথচ ওই শিশুকে নিয়ে তাদের অত্যাচারে এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি। প্রকাশ্যে পবিত্র সাহা, ভৈরব সাহা, প্রদীপ সাহা এবং রামকৃষ্ণ সাহা আমার শিশুপুত্রকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও প্রদর্শন করে যাচ্ছেন। এছাড়া রাতে আমার ঘরে ঢুকে সম্মানহানিসহ বাড়ির চারপাশে পাকা প্রচীর নির্মাণ করে দখলে নেওয়ার হুমকি দিচ্ছেন। তাদের হুমকিতে আমি একমাত্র পুত্র সন্তানকে নিয়ে দিশে হারা হয়ে পড়েছি। একজন অসহায় নারী হিসেবে ওই অবৈধ দখলদারের কবল থেকে সম্পত্তি রক্ষা এবং নিজের ও সন্তানের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *