সমাজের আলো :  সাতক্ষীরা বাইপাস সড়কের পাশে মাথা বিহীন ও উলঙ্গ অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকাল আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাইপাস সড়কের একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। মাথা এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি।
সাতক্ষীরা পুলিশ সূপার কাজী মনিরুজ্জামান জানান, তিনি ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে আসেন। লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীর থেকে মাথা বিচ্ছন্ন থাকায় সনাক্ত করা যাচ্ছে না। পাঁকা রাস্তার উপর তাকে জবাই করে হত‍্যার পর ড্রেনে ফেলে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন‍্য চেষ্টা চালানো হচ্ছে।
বকচরা এলাকার মফি জানান, সাতক্ষীরা সদর উপজেলার বকচারা মোড় সংলগ্ন বাইপাস সড়কের পাশে একটি জলাশয়ে মাথা বিহীন একটা লাশ ভাসতে দেখে পথচারী ও এলাকাবাসী। লাশের একটু পাশে রাস্তার উপরে পড়ে আছে টাটকা রক্ত। রক্তের পাশে পড়ে আছে এক খানা জুতা। উপস্থিত জনতা ধারনা করছে বুধবার দিবাগত রাতের কোন এক সময় রাস্তার উপরে ফেলে তাকে জোবাহ করা হয়েছে। কালো পিচের উপরে লাল টকটকে রক্ত এটাই প্রমান করে। জবাই করার পর লাশটা কে রাস্তার পাশে জলাশয়ে ফেলে রেখে গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *