সমাজের আলো : সাতক্ষীরা বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রইছপুর মোড়স্থ সড়কে এ দুঘর্টনা ঘটে। এতে আহত হয় চালক, হেলপারসহ অজ্ঞাত ব্যক্তি।আহতরা হলেন-কাটিয়া এলাকার বাবুর আলী পুত্র হাসান আলী (২২), কাটিয়া এলাকার মাসুম বিল্লাহ (২৮) ও অজ্ঞাতনামা একজন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর ট-১১-৪৭০৩ ট্রাকটি যশোর সাতক্ষীরার বাইপাস সড়কের দিকে ছেড়ে আসা ট্রাকটি পথিমধ্যে বাইপাস সড়কের খড়িবিলা মোড়স্থ ওই স্থানে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি উল্টে সড়কের ধারের খাদে পড়ে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *