সমাজের আলো : সাতক্ষীরার ভোমরা রাজস্ব ঘাটতি বেড়েই চলেছে স্থলবন্দরে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব ঘাটতি পড়েছে ১২০ কোটি টাকার উপরে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ শতাংশ কম। সংশ্লিষ্টরা বলছেন, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের শুরু থেকে এ বন্দরে আমদানি-রফতানি হ্রাস পেয়েছে। এর মধ্যে করোনার প্রভাব অন্যতম। তবে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতাদের দাবি, শুধু করোনা সংকটই নয়, এ বন্দরে পণ্য আমদানিতে নানা বৈষম্যের কারণও রয়েছে । অন্যান্য বন্দরে পণ্য আমদানিতে যে ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, তা ভোমরা বন্দরে দেয়া হয়না । এ কারণে রাজস্ব কমে যাচ্ছে। ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই-নভেম্বর পর্যন্ত ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪২০ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৭৩ কোটি ৫২ লাখ, আগস্টে ৭৭ কোটি ৫৯ লাখ, সেপ্টেম্বরে ৬৭ কোটি ৬৮ লাখ, অক্টোবরে ৮৮ কোটি ৭ লাখ টাকা ও নভেম্বরে ১১৪ কোটি ৮ লাখ টাকা। এ লক্ষ্যমাত্রা সামনে রেখে গেল পাঁচ মাসে রাজস্ব আদায় হয়েছে ৩০০ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৫৪ কোটি ৭৩ লাখ, আগস্টে ৪৬ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৫৩ কোটি ৯৩ লাখ, অক্টোবরে ৭২ কোটি ১৯ লাখ ও নভেম্বরে ৭৩ কোটি ৪৬ টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১২০ কোটি ২২ লাখ টাকা ঘাটতি। সূত্রটি আরো জানান, আগের অর্থবছরের প্রথম পাঁচ মাসে ভোমরা বন্দরে রাজস্ব অর্জিত হয়েছিলো ৩১৩ কোটি ১৩ লাখ টাকা। এ হিসাব অনুযায়ি গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের পাঁচ মাসে এখনো ১২ কোটি টাকা ৪১ লাখ টাকা ঘাটতি। ভোমরা স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যািেসোয়শনের সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন জানান, একদিকে যেমন করোনা সংকট, অন্যদিকে রযেছে ভোমরা বন্দরে পণ্য আমদানিতে বৈষম্য। পার্শ্ববর্তী বেনাপোল স্থলবন্দরে পণ্য আমদানিতে যে সুযোগ-সুবিধা ব্যবসায়ীদের দেওয়া হয় তার কিছুই পান না ভোমরা স্থলবন্দর ব্যবহারকারীরা। এ কারণে সরকার তার রাজস্ব পাচ্ছে না। এ বিষয়ে ভোমরা কাষ্টম সুপার জনাব আকবর আলী জানান, বৈশিক করোনার মহামারীর কারণে আমদানি রপ্তানি বন্ধ থাকায় রাজস্ব ঘাটতি কমে গেছে পরিস্থিতি ঠিক থাকলে আগামিতে লক্ষ্যমাত্রা পুরুন হতে পারে। উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ২০২০-২১ অর্থবছরের জন্য ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১ হাজার ৪ কোটি ৩ লাখ টাকা। এর মধ্যে জুলাইযয়ে ৭৩ কোটি ৫২ লাখ, আগস্টে ৭৭ কোটি ৫৯ লাখ, সেপ্টেম্বরে ৬৭ কোটি ৬৮ লাখ, অক্টোবরে ৮৮ কোটি ৭ লাখ, নভেম্বরে ১১৪ কোটি ৮ লাখ, ডিসেম্বরে ১৩১ কোটি ৭ লাখ, জানুয়ারিতে ১৩২ কোটি ৫৫ লাখ, ফেব্রুয়ারিতে ১৫৫ কোটি ২৭ লাখ, মার্চে ১৪৬ কোটি ১৯ লাখ এবং জুনে ১৬ কোটি ৩ লাখ টাকা। এবার গত অর্থবছরের তুলনায় ১৬৩ কোটি টাকা কম রাজস্ব আদায় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সূত্রটি জানায়, ২০১৯-২০ অর্থবছর ভোমরা বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১৬৭ কোটি টাকা। ভোমরা শুল্কস্টেশনের কর্মরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমির মামুন জানান , পণ্য আমদানি-রফতানির ওপর নির্ভর করে রাজস্ব আয়। কিন্তু পণ্য যদি আমদানি-রফতানি কম হয় তাহলে রাজস্ব আয়ের পরিমাণও কমে যাবে। তার পরও চেষ্টা করা হচ্ছে যাতে বাকি মাসগুলোর মধ্যে মোট লক্ষ্য অর্জিত হয়।

