সমাজের আলো : করোনা উপসর্গে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় উপসর্গে মৃত্যু ৫১৫ জন এবং আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা রোগী চিকিৎসা শেষে সুস্থ্য হয়েছেন ৬৪ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ১ সপ্তাহ যাবৎ ভর্তিকৃত রোগীর সংখ্যা দু’শ এর নিচে থাকলেও আজ তা অতিক্রম করেছে। আজ সকাল ৮ টায় মেডিকেলে রোগী ভর্তি ছিল ২০২ জন। একই সাথে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকেও রোগীর সংখ্যা বেড়েছে। আজ সকালে সেখানে ভর্তি ছিল ৪১ জন।

