সমাজের আলো: মধ্যরাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন আতঙ্কে রোগীদের হুড়োহুড়ি। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে সাথে সাথে ওই হাসপাতালে পৌছে তন্নতন্ন করে খুঁজে আগুন লাগার কোন সত্যতা পায়নি। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশও ঘটনা গিয়ে আগুন লাগার কোন সত্যতা পায়নি। কিন্তু হাসপাতালের পঞ্চম তলায় আগুন লাগার খবরে রোগীরা হাসপাতাল ছেড়ে বাইরে চলে আসেন। নারী পুরুষ বয়স্করা এসময় হাসপাতালের বাইরে আতঙ্কিত হয়ে পড়ে। সাতক্ষীরা ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, রাত পৌনে ১২টার দিকে সাতক্ষীরা মেডিকেলে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে সাথে সাথে হাসপাতালে পৌছাই। পৌছে পঞ্চম তলা থেকে সকল জায়গায় পরীক্ষা-নিরীক্ষা করি। কিন্তু কোথাও আগুন লাগার সত্যতা পাইনি। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে কেউ স্মোক ডিটেক্টরের কাছে ধুমপান অথবা মশার কয়েল জ্বালিয়েছিলেন। যেভাবে হোক সেই ধোয়া স্মোক ডিটেক্টরের স্পর্শে আসলে সাইরেন বাজে। এতে পঞ্চমতলার ওয়ার্ড মাস্টার আব্দুল হালিম সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেন। সবাই সতর্ক ছিলেন। কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *