সমাজের আলো  : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকা কালে ১০% উপাধি লাভকারী ডাক্তার অজয় সাহা বদলী হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। এখানে এসে তিনি বেশ কিছুদিন সুন্দরভাবে দায়িত্ব পালন করার পরে ভারপ্রাপ্ত পরিচালক হওয়ার নেশায় মত্ত হয়ে ওঠেন । সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ কুদরত ই খুদাকে সরাতে তিনি পেছনে কলকাঠি নাড়ছেন এমন অভিযোগ উঠেছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, বর্তমান পরিচালক সৎ হওয়ার কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন সময়ে অনিয়মের মাধ্যমে লাখ লাখ টাকা উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে সহকারী পরিচালক
শ্যামনগরে টিএইচএ থাকাকালীন সময়ে ডাঃ অজয় কুমার সাহার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আসতে থাকে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদ্য সরবরাহকারীর কাছ থেকে প্রতিমাসে টাকা আদায় করতো শতকরা ১০% হারে। এ ছাড়াও ল্যাব সহ অন্যান্য ব্যবস্থায়ও একই নিয়ম প্রযোজ্য ছিলো। তাই শ্যামনগরে তার ডাক নাম হয়ে যায় ১০%। এছাড়াও শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সামগ্রী ক্রয়ে অস্বচ্ছতার অভিযোগে ওঠে তার বিরুদ্ধে। শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের লক্ষাধিক টাকা মূল্যের অন্তত ছয়টি বিশালাকারের মেহগনি গাছ কেটে বিক্রি করে দেয় অজয় কুমার সাহা। চিকিৎসকদের জন্য নির্ধারিত আবাসিক ভবন সংলগ্ন অংশ থেকে দীর্ঘদিনের পুরানো এসব মেহগনি গাছ কাটা হয়। সে ঘটনায় তথ্য সংগ্রহে গেলে দুই সাংবাদিককে মামলার ভয়ভীতি দেখানো হয়। পরে তা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। শুধু এসবই নয় তিনি যে যে জায়গার সুযোগ পেয়েছে সেসব যায়গায় দুর্নীতি করেছেন। শ্যামনগর উপজেলার পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে নিজের আখের গুছিয়েন তিনি। তবে এত দুর্নীতি করার পরও কোনরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। দৃশ্যপট পাল্টাটে থাকে যখন চিকিৎসার কোন বিষয়ে বিশেষজ্ঞ না হয়েও তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজে সহকারি পরিচালক পদে বদলি হয়ে আসেন। পুরো কর্মদিবস নিজ চেম্বারে বসে টাকা কামাইয়ের ধান্দায় ব্যস্ত সময় পার করেন তিনি । হাসপাতাল তদারকির চেষ্টা না করে বিভিন্ন দপ্তরে চলতে থাকে কমিশন আদায়ের চেষ্টা।অভিযোগ উঠেছে হাসপাতালের সহকারি পরিচালকের অফিস চেম্বারের জন্য সংস্থাপন করা দুইটি এয়ার কন্ডিশনারের মধ্যে একটি খুলে নিয়ে মেডিকেল কলেজের ডরমেটরিতে তার নিজের শয়ন কক্ষে স্থাপন করেছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদানের পর থেকেই ল্যাব সহকারি সুব্রত’র কাছ থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা আদায় করেন। এক্সরে বিভাগের হালিমের কাছ থেকে ২৫ হাজার টাকা ও ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মুরাদের কাছ থেকে ২৫ হাজার টাকা করে আদায় করেন। কমিশন আদায়ের চেষ্টা করে হাসপাতালের আয় সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ থেকে টাকা আদায় করতে না পারায় ক্ষেপে যান তিনি। ঘন ঘন নথিপত্র তলব, চেকিং সহ নানাভাবে হয়রানি করতে থাকে তাদেরকেও। এরকম অনেক অনিয়ম তার নিত্য নৈমত্যিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের এত বড় পদে থেকে এত অল্পে সন্তুষ্ট হতে পারছেন না তিনি। তার পথে কাঁটা হয়ে দাড়ায় সততার সাথে দায়িত্ব পালন করা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তাই বহুদিন ধরে সুযোগ খুঁজতে থাকেন যেভাবেই হোক হাসপাতালের পরিচালককে সরানোর জন্য। কিন্তু কোন ভাবেই তা করে উঠতে পারেনি। অবশেষে লিফটে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনা কেন্দ্র করে পরিচালককে সরিয়ে ভারপ্রাপ্ত পরিচালক হওয়ার সুযোগ চলে আসে তার হাতের মুঠোয়। বিভিন্ন ব্যক্তিদের সাথে তদ্বির করে ষড়যন্ত্রের জাল বিছিয়ে পরিচালকের বিরুদ্ধে মামলা করান। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় হাসপাতালে গঠিত তদন্ত কমিটির প্রধান হওয়ায় দায় সারা গোছের তদন্ত রিপোর্ট প্রদান করে সে। উদ্দেশ্য পরিচালকের দায়িত্ব নেয়া। তাহলেই দুর্নীতির পথ সুগম হয় তার। তার ষড়যন্ত্র সফল হলে ক্ষতিগ্রস্থ হবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। ক্ষতিগ্রস্থ হবে জেলার স্বাস্থ্য সেবা।

এসব অভিযোগের বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডাঃ অজয় কুমার সাহা জানান, এসবই মিথ্যা অভিযোগ। টাকা নেওয়ার কোন ঘটনা আমার জানা নাই, পরিচালক আমার বস তার বিরুদ্ধে আমার ষড়যন্ত্রের কোন প্রশ্নই আসেনা। কোন দুষ্টচক্র জল ঘোলা করার জন্য এসব তথ্য আপনাদের দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *