আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, রোবরবার (২৪ জানুয়ারী) সকালে নবজাতক সন্তান রেখে মা জননী উধাও হয়েছেন মর্মে খবর পাওয়া গেছে, নবজাতকটি বর্তমানে হাসপাতাল কতৃপক্ষের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ কুদরত ই খোদা জানান, রোববার সকালে হাসপাতালের রোগীরা ডাস্টবিনের মধ্যে একটি নবজাতকের কাঁন্না শুনতে পেয়ে হাসপাতাল কতৃপক্ষকে জানায়। হাসপাতাল কতৃপক্ষ নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালের ভিতরে নিয়ে যান। কর্তব্যরত সেবিকারা জানান, ৫ দিনেের নবজাতক পুত্র সন্তান টিকে নিয়ে তার মা হিরা (৩০) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ঠিকানা দেয় সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রাম। শনিবার রাতে সদ্যপ্রসূতী মা হাসপাতাল ত্যাগ করার সময় ডাস্টবিনে শিশুটিকে ফেলে দিয়েছে বলে ধারনা করা হচ্ছে। ডাঃ কুদরত ই খোদা আরো জানান, শিশুটির প্রিম্যাচিউড (অপুষ্ট) হলেও বর্তমানে শিশুটি সুুস্ আছে। নবজাতকটি পাওয়ার সাথে সাথে জেলা প্রশাসক ও সদর থানাকে অবগত করা হয়েছে।

