ফজলুল হক সুন্দরবন অঞ্চল প্রতিনিধিঃ বাংলাদেশ বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের এসিএফ এমএ হাসান তার অদৃশ্য ক্ষমতাবলে মানববন্ধন বন্ধ করার হুমকি দিয়েছে।

সূত্রে জানা যায়, সুন্দরবনের নদী উপকূলবাসীর ঘর বাড়ি বিলিন করে নিয়ে যায়। আবার মাছ কাকড়া এসব দিয়ে এই এলাকার আহারেরও যোগান দেয়। যারা আইন করে পাশ বন্ধ করে, তাদের কারনে আনাহারে থাকে এই উপকূলের জনপদ। তাই সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে মাছ কাকড়া ধরার নায্য অধিকার ফিরে পেতে অত্র এলাকার জনসাধারণের উপস্থিতিতে একটা মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাতক্ষীরা রেঞ্জের এসিএফ এম.এ হাসান সরাসরি আয়োজকদের কে নিষেধ করেছেন।

এ বিষয়ে আয়োজকদের মধ্যে জেলে পরিবারের সন্তান আশিক সবুজ জানান, এসিএফ সরাসরি আমাকে বলেছে- আপনি কে..? আপনাকে মানববন্ধন করার কথা কে বলেছে..? আমাদের উর্ধ্বতন আসবে, মানববন্ধন বন্ধ রাখেন।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের এসিএফ এম.এ হাসান এই প্রতিবেদককে উত্যক্ত সূরে মুঠোফোনে জানান, মানববন্ধন করতে গেলে সরকারের অনুমতি লাগে। সুন্দরবন কার..? প্রশ্ন তুলে তিনি উল্টো প্রতিবেদককে বলেন, সুন্দরবনে একটা আইন পাশ হয়- বিশ্লেষকদের পরামর্শ নিয়েই৷ আর সরকারের অনুমতি নিয়েই মানববন্ধন করতে হবে। ওরা মানববন্ধন করার কে..? এরপর প্রতিবেদক বলেন- আপনার বক্তব্য আমাদের সংবাদের স্বার্থে রেকর্ড করা হচ্ছে- তখন এসিএফ বলেন- করেন রেকর্ড, সমস্যা নেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *