সমাজের আলো : র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৫৪০ পিস ইয়াবাসহ ২ জন এবং একজন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। পাটকেলঘাটা থানার কুমরা বাজারের গোডাউন রোড এবং শ্যামনগর থানার হরিনগর এলাকায় উক্ত অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তালার কানাইদিয়া গ্রামের মোঃ কোমর উদ্দিন গাজীর ছেলে মোঃ লতিফ গাজী (৩৯), একই গ্রামের চান সরদারের ছেলে মোঃ জিয়াউর রহমান (৪২) এবং শ্যামনগরের হরিনগর গ্রামের ছালাম সরদারের ছেলে মোঃ আব্দুল হালিম (২২)।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১ টার সময় র‌্যাব সদস্যরা পাটকেলঘাটা বাজারের গোডাউন রোডের ভাই ভাই এন্টারপ্রাইজ এর সামনে হতে লতিফ ও জিয়াউরকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ৫৪০ পিস ইয়াব ট্যাবলেট, ২ টি মোবাইল ফোন, ২ টি সিমকার্ড, নগদ ৫৭৫/- টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। মামলা নং ৫, তারিখ ১৬/১০/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১০ (ক)।

অপরদিকে শুক্রবার রাত ৯টার দিকে র‌্যাব সদস্যরা শ্যামনগর থানার হরিণগর এলাকায় অভিযান চালায়। এ সময় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বরিশাল ধারাঃ ৪২০/৪০৬, সি আর নং-০৯/২০১৭, প্রসেস নং-১৮৮৭/২০২১, এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ আব্দুল হালিমকে আটক করা হয়। তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *