সমাজের আলো ঃসাতক্ষীরা শহরের পলাশপোল আতিয়া জামে মসজিদে পাশে জমি দখল নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য মিলছে।
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মামুনুল হক ও আবূ মুছা জানান, মোট জমির পরিমান ১৩ শতক। এরমধ্যে ৮ শতক জমি ক্রয় সুত্রে মান্নান মালিক। বাকি ৫ শতক তাদের । তাদের সকল কাগজপত্র রয়েছে। তারা ৫ শতক জমি আকবর আলীর নিকট বিক্রি করেছে। ওই জমি শুক্রবার তারা কাজ করতে গেলে পুরা জমি দাবি করে আব্দুল মান্নান কাজে বাঁধা প্রদান করে । মাওলানা আব্দুল মান্নান অন্যের জমি জবরদখল করে মালিকদের হয়রানি করছে। প্রকৃত ঘটনা আড়াল করে তিনি সাংবাদিকদের ভুল বুঝিয়েছেন।
আব্দুল মান্নান বলেন তার বৈধ জমি।কাগজপত্র রয়েছে। ওই আকবর এক ভূমিদস্যু।তার নেতৃত্বে জমি দখল করা হচেছ।

