সমাজের আলো ঃ তেলের দাম বাড়ার পর সাতক্ষীরার বাজারে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (০৬ মার্চ) দুপুর ১২টায় শহরের সুলতানপুর বড়বাজারে অভিযান শুরু করা হয়।

অভিযানকালে বড় বাজারের সাধু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মানিক সাধুকে তালিকা মূল্যের থেকে এক টাকা বেশি দাম রাখায় ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স সাধু স্টোরকে করা হয়েছে ১০ হাজার টাকা।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হাসান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।

সাধু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মানিক সাধু জানান, মূল্য তালিকায় ১৭৮ টাকা নির্ধারণ থাকলেও ১৭৯ টাকা করে বিক্রি করেছি। এজন্য আমাকে তিন হাজার টাকা জরিমানা করে। পরে অনুরোধ করলে ২৫০০ টাকা নিয়েছে। আমার কেনা পড়েছে ১৭৭.৫০ টাকা।

মেসার্স সাধু স্টোরের স্বত্বাধিকারী হাজরা সাধু জানান, আমার তেল আগে কেনা ছিল। কেনা পড়েছিল প্রতি লিটার ১৫৫-১৬০ টাকা। বিক্রি করছিলাম বর্তমান বাজার মূল্য ১৭৮ টাকায়। বেশি দামে বিক্রি করায় আমাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হাসান বলেন, বর্তমানে তেলের দাম বেশি রাখছেন বিক্রেতারা। বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *