সমাজের আলো : সাতক্ষীরা শহরের সুলতানপুরে এক ব্যাবসায়ীর ভাড়া বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধায় সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাবের সামনে কাজী নজরুল ইসলাম (কয়েত নজরুল) এর বাড়ির ২য় তলায় ভাড়াটিয়া ব্যবসায়ী মো. রেজাউল ইসলামের ঘরে এই চুরির ঘটনা ঘটে।
মো. রেজাউল ইসলাম জানায়, ধারনা করা হচ্ছে মাগরিবের পরে বাসায় কেউ না থাকায় চোর জালানার গ্রীল কেটে ঘরে ঢুকে নগদ ১লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। কাউন্সিলর ও পুলিশকে জানানো হয়েছে।
সাতক্ষীরা সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়ছে। আমি জেনেছি বড়িতে সন্ধায় লাইট বন্ধ থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে এর আগেও আশেপাশে এমন চুরির ঘটনা ঘটেছে। আমরা অপরাধীদের ধরতে কাজ করছি।——–

