সমাজের আলো।।সাতক্ষীরা শহরে একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। কুরিয়ার সার্ভিসের মালিক কে ২৫ হাজার টাকা জরিমানা। বৃহস্পতিবার দুপুর আড়াইটারসাতক্ষীরায় (র্যাব)-৬ ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান চালায়।
পুলিশ জানায়, শহরের বাঙালের মোড়স্থ জননী কুরিয়ার সার্ভিস থেকে এ পলিথিন গুলো জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত কুরিয়ার সার্ভিসকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
