সমাজের আলো ঃ সাতক্ষীরা মাগুরা বউ বাজারে অবস্থিত এডি ড্রিংকিং ওয়াটার এখন মানুষের মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে । এডি ড্রিংকিং ওয়াটারের কথিত মালিক মোঃ হাবিবুর রহমান একজন নামকরা প্রতারক । সে বিভিন্ন সময়ে খাওয়ার পানি তৈরি ও বিক্রয়ের নামে পানির সঠিক প্রক্রিয়াজাত ও পরিক্ষা নিরিক্ষা ছাড়ায় মানুষের মাঝে সরবরাহ করে আসছে। কিছু দিন আগে মানুষ তার অবৈধ প্রক্রিয়ার উৎপাদন কারা পানির সম্পর্কে জানতে পেরে এবং সর্বমহলে বিষয়টি জানাজানি হলে ভয়ে পানির কারখানা বন্ধ করে পালিয়ে যান তিনি।
এলাকার মানুষের ভাষ্যমতে তার পানির কারখানার পানির বোরিং ও ট্যাংক লেট্রিনের পাশে হওয়ায় পানিতে মানুষের মলের সদৃশ ময়লা পাওয়া যায়। এছাড়া পানিতে বিভিন্ন সময়ে দুর্গন্ধ ও সূক্ষ পোকা পাওয়া যায় । পানি পরিষ্কারের নামে মিউরিক নামক এসিড ব্যবহার করে যাহা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও মানুষের মৃত্যর কারণ হতে পারে। এছাও পানির ডিলার দেবার নাম করে অনেকের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগেও আছে তার নামে। আর এসব বিষয়ে সাতক্ষীরা কাটিয়া ফাঁড়িতে হাবিবের নামে একাধিক লিখিত অভিযোগ দিয়েছে প্রতারণার শিকার কয়েক জন।
এ সকল ঘটনা লোকমুখে জানতে পারে জেলা প্রশাসন কর্তৃক কয়েক বার জরিমানা করে। এবং বিএসটিআই তাহাকে বন্ধ করার শর্তে মামলা দায়ের করেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর সে আবারও অবৈধ পন্থায় একই পানি এডি ড্রিংকিং ওয়াটারের বোতল ও লেবেল পরিবর্তন করে পানি বাজারজাত করার চেষ্টা করছে । বিষয়টি বিভিন্ন মহলের লোকজন পানি মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারিকে অভিহিত করলে তাহারা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এডি ওয়াটারের বিরুদ্ধে সকল প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।—-




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *