সমাজের আলো : জমি নিয়ে বিরোধের  জের ধরে সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোল এলাকায় এক বৃদ্ধাকে পিটিয়ে মারাত্মক আহতের ঘটনা ঘটেছে।
শনিবার ১৯ ফেব্রুয়ারী সকাল ১১ টায় শহরের উত্তর পলাশপোল এলাকায় এই ঘটনা ঘটেছে। আহতের নাম ছফুরা খাতুন (৫৮)। এই ঘটনায় আহতের ভাই মোঃ তবিবর রহমান বাদি হয়ে ৫ জনকে আসামী করে সদর থানায় লিখিত এজাহার দিয়েছে।
তবিবর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরধরে শনিবার শনির সকাল ১১ টায় প্রতিপক্ষের মোছাঃ শাহানারা খাতুন , শেখ শহিদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ ইমরান হোসেন ও মোঃ রণকুল ইসলাম রনি বসতবাড়িতে হামলা করেছে। তারা দেশি অস্ত্রসস্ত্র লোহার রড, বাঁশের লাঠি, ও লোহার হাতুড়ি নিয়ে এসে আমাদের বসতবাড়ীর প্রচির ভাংচুর করে। এসময় বাঁধা দিলে তারা আমার বোন ছফুরা খাতুন ও ভায়ের স্ত্রী রিয়া খাতুনকে পিটিয়ে মারাত্মক আহত করেছে। ভায়ের স্ত্রী রিয়া খাতুনের শ্লীলতাহানি ও লুটপাট করেছে তারা। আমার বোন ছফুরার গলায় থাকা আট আনা ওজনের সোনার চেন ছিনিয়ে নিয়েছে তারা। এছাড়া নতুন তৈরি করা সীমানা প্রাচীর ভাংচুর করে লক্ষাধিক টাকার খয়ক্ষতি করে তারা চলে যায়। এখম আমার বোন ছফুরা খাতুন মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এঘটনায় আমি সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার জমা দিয়েছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *