সমাজের আলো : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ সাতক্ষীরা জেলা থেকে ডেঙ্গু নির্মূলে জনসচেতনতামমূলক কর্মসূচি শুরু করেছেন। তিনি সুলতানপুর বড় বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে শুক্রবার এ কর্মসূচি শুরু করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা -এঁর নির্দেশে সারাদেশের ন্যায় আমার প্রাণের সাতক্ষীরাকে ডেঙ্গু মুক্ত করতে মাঠে নামলাম। আপনাদের উৎসাহ, সহযোগিতা এবং অনুপ্রেরণায় জনস্বার্থে এই কাজ চলমান থাকবে। যে যার অবস্থান থেকে ডেঙ্গু নির্মূলে আমাদের সাথে কাজ করতে সাধ্যানুযায়ী আমাদের কর্মযজ্ঞে অংশ নিন।
তিনি সকলের কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থী এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ ও দোয়া কামনা করেন।
