সমাজের আলোঃ সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের গদাঘাটা মল্লিক পাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে মাফুজা খাতুন শীলা(৩৫) একটি পরিবারকে হয়রানি করছে। মল্লিক আফছার আলীর তিন ছেলে মল্লিক খোরশেদ আলী, মল্লিক মাসুদ আলম ও মল্লিক সাঈদ আলমের বিরুদ্ধেএকের পর এক মিথ্যা অভিযোগ করছে। শীলা নামের এই নারী বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যাচার করছে শিলা ওই পরিবারের ৩৭ শতাংশ জমি নিজের বলে দাবি করছে। যার কনো ভিত্তি নেই। নেই কোন বৈধ কাগজ। এ কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মল্লিক খোরশেদ আলী, মল্লিক মাসুদ আলম ও মল্লিক সাঈদ আলম।তারা বলেন মাফুজা খাতুন শীলা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মল্লিক মাসুদ আলম বলেন, গত ৩৫ বছর ধরে এস এ খতিয়ানের পুরুষউত্তমপুর মৌজার ১১৭-নং দাগের ০.৩৭ শতাংশ জমি তিনি এবং তার দুই ভাই ভোগ দখল করে আসছেন। উল্লেখ থাকে যে ১৯৬১ সালে তৎকালীন পানি উন্নয়ন বোর্ড বিনা ক্ষতিপূরণে উক্ত জমি একোয়ার করে, তবে বর্তমানে এই জমিতে কনো প্রকার পাকা স্থাপনা না করা শর্তে জমির মালিক তা ভোগ দখল করতে পারবে বলে পানি উন্নয়ন বোর্ড নির্দেশ দেয়।জমি দখলে আছে।

