সমাজের আলো : আসন্ন সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুশখালীতে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষ মেম্বর প্রার্থীর কর্মীদের হামলায় প্রতিপক্ষ প্রার্থীর ৩ কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ২নং কুশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আড়–য়াখালী এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন, কুশখালী গ্রামের আহম্মদ সরদারের পুত্র আব্দুল আজিজ ও আব্দুল আলিম, আব্দুল মান্নানের পুত্র আল আমিন হোসেন। আহতরা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতরা জানান, আসন্ন কুশখালী ইউনিয়নের নির্বাচনে মোরগ প্রতীকের প্রার্থী হায়দার আলীর নির্বাচনী কর্মী হিসেবে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন। প্রতিদিনের ন্যায় হায়দার আলী কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার চালানোর সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আড়–য়াখালী এলাকার সামাদের দোকানের সামনে পৌছালে প্রতিপক্ষ তালা প্রতীকের মেম্বর প্রার্থী মনিরুল ইসলাম প্রচারে বাঁধা দিয়ে বলেন-এ মহল্লায় প্রচার করা যাবে না। এসময় হায়দার আলীর সমর্থকরা প্রতিবাদ করলে মেম্বর প্রার্থী মনিরুল ইসলামের নির্দেশে তার কর্মী সমর্থক আব্দুল মতিন, বাবলু, আব্দুল গফুর, তরিকুল ইসলাম, জয়নাল, সাইফুল্লাহ, সাইদুল্লাহসহ ২৫-৩০জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হায়দার আলীর কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। এসময় তাদের হামলায় হায়দার আলী কর্মী সমর্থকদের মধ্যে অনেকেই আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় মনিরুল ইসলামের কর্মী সমর্থকরা চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে বলে অভিযোগ করেন হায়দার আলীর কর্মীরা। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে আহতদের পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
