সমাজের আলো : এক গৃহবধূর রহস্যময় মৃত্যু হয়েছে। হত্যা না আত্বহত্যা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামে।
নিহত গৃহবধূর নাম সুমাইয়া খাতুন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।
নিহত গৃহবধূর চাচা মারুফ হোসেন জানান, তার ভাইজিকে জামাই মনিরূল ইসলাম ও পরিবারের সদস্যরা মিলে হত্যা করেছে। পরে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার দিচ্ছে।
সদর থানার পুলিশ জনান,লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

