সমাজের আলো : স্বামীর ক্রয়সূত্রে পাওয়া জমি জবর দখলের হাত হতে উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন এক বিধ্ববা। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সদরের পাথরঘাটা গ্রামের মৃতঃ ওয়াজেদ আলী মন্ডলের স্ত্রী জরিনা খাতুন। তিনি বলেন, আমি একজন নাট্য শিল্পী। শিল্পী জগতে আমি অনেক সুনাম অর্জণ করেছি। মাননীয় প্রধান মন্ত্রীসহ অনেক মন্ত্রীর কাছ থেকে পুরষ্কৃত হয়েছি। এমনকি আমার শিল্পী গোষ্টী সহ আমাকে প্রধানমন্ত্রী স্বয়ং থাইল্যালেন্ডর ব্যাংককে গান গাওয়ার জন্য পাঠিয়েছেন। আমি বাইরে থাকার সুবাধে বিবাদী পাথরঘাটা গ্রামের মৃতঃ বাবর আলী মন্ডলের ছেলে হাবিবুর রহমান, তার ছেলে সুমন ও হাবিবুরের শ্যালক সদরের মাটিয়াডাঙ্গা গ্রামের মৃতঃ আব্দুর রউফের ছেলে মাহাবুবুর রহমান একত্রিত হইয়া স্বামীর ত্যাক্ত ও আমার ক্রয়কৃত জমি গত ১৩ এপ্রিল ১৯৬৮ ইং তারিখে ২৩৫১ নং একটি জাল দলিল সৃষ্টি করে আমার ভোগ দখলীয় জমি ক্ষমতার বলে দখল করার চেষ্টা করে। এ ঘটনায় আমি সাতক্ষীরা আদালতে একটি মামলা রুজু করি। আদালত একই নম্বরে দুইটি দলিল যাহার তারিখ ১৩ এপ্রিল ৬৮ দলিল নম্বর- ২৩৫১ ও ২২ মে ৬৮ ইং দলিল নং-২৩৫১ গত ইং ৮ ডিসেম্বর ২০২০ তারিখে জেলা সাব রেজিষ্ট্রি অফিসে যাচাই ও প্রমানের জন্য প্রতিবেদন চান। যাহা প্রতিবেদনে ২২ মে ৬৮ ইং ২৩৫১ নং দলিলটি সঠিক প্রমানিত হইয়াছে। যাহার দাতা নাবালক আজগর আলী, গ্রহিতা-ইনতাজ আলী, মৌজা-ঝিকরি, খতিয়ান নং-৭২৭, দাগ নং-৪২৬, জমির পরিমান-১৬ শতক।

দাগ নং-৪৩২, জমির পরিমান-৬ শতক। মোট জমির পরিমান ২২ শতক। উল্লেখিত ১৩ এপ্রিল ৬৮ ইং তারিখের দলিলটি জাল বলিয়া প্রতিবেদন দাখিল করিয়াছেন। এসত্ত্বেও তারা আমিসহ ছেলেদের নামে মিথ্যা মামলায় জড়াইয়া ঐ জাল দলিলের শক্তি বলে আমার ভোগ দখলীয় জমি দখল করিবার চেষ্টা চাচ্ছে। সেখানে পাকা বিল্ডিং তৈরী করতে ইট, বালু, সিমেন্ট ও রড মজুদ করেছে। বাড়ী নির্মানে বাধা দিলে জীবন নাশের হুমকী দিচ্ছে। হাবিবের বড় শ্যালক মাহাবুব জেলা পরিষদে চাকুরী করে, হাবিবুর বর্তমানে বাগেরহাটে জেলা পরিষদে কর্মরত আছে। বর্তমানে তাদের কারনে আমি জান ও মালের চরম নিরাপত্তা হীনতায় ভুগিতেছি। বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *