সমাজের আলো : বিদ্যালয়ের অর্থ আত্মসাতসহ নানা অভিযোগে দক্ষিণ দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বদলির দাবিতে জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ লিখিত দায়ের করা হয়েছে।
গত ৩ জুন ২০২২ তারিখে বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজসহ এলাকাবাসী এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: সাহিদা খাতুন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করেন না। সংস্কারের বরাদ্দকৃত অর্থ আত্মসাত করে আসছেন। বিদ্যালয়ের পুরাতন বেঞ্চ, চেয়ার বিক্রয় করে আত্মাসাত করেন।এছাড়া বিদ্যালয়ের লেখাপড়ার মান দিন দিন নষ্ট হচ্ছে।
ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ক্রয়ম কমে যাচ্ছে। এবিষয়ে প্রতিবাদ করলে তিনি বিদ্যালয়ের অভিভাবকসহ এলাবাসীর সাথে খারাপ আচরণ করেন। বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত প্রধান শিক্ষক সাহিদা খাতুকে বদলীর দাবি জানিয়েছেন তারা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *