সমাজের আলো : সদর উপজেলার ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে ভূক্তভোগী গ্রামবাসীরা প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এবিষয়ে সরেজমিনে গেলে দেখা যায়, বিদ্যালয়টির পেছনের অংশের একটি গাছও নেই। সেখানের লাগানো ১৫টি বড় বড় মেহগনি গাছ বিক্রয় করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। আর বিদ্যালয়টির সামনে থেকে ফার্নিচার তৈরীর নামকরে ৭টি গাছ কেটে সেখানে নতুন করে গাছের চারা লাগিয়েছেন তিনি। এসময় স্থানীয়রা জানান, বিভিন্ন সময়ে স্কুলের নতুন ভবনের ফার্নিচার তৈরির নাম করে গাছ বিক্রয় করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়। আর এভাবে গত এক বছরে প্রায় ২৫টার মতো বড় বড় মেহগনি গাছ কেটে নিয়েছেন তিনি। তবে ফার্ণিচার করার বদলে নামমাত্র ফার্ণিচার তৈরীর কয়েকটি তক্তা বিদ্যালয়ে রেখেছেন। তবে গাছ বিক্রয়ের বাকি অর্থ তিনি কী করেছেন? সেটা সম্পর্কে অজ্ঞাত তারা। এসময় নাম না প্রকাশ করার শর্তে অনেকে বলেন, ধলবাড়িয়া এলাকার হেরমত আলী বিদ্যালয়টি নির্মাণের জন্য ৬২শতক জমি দান করেন। সেই থেকে বিদ্যালয়টির সীমানা অনুযায়ী গাছ রোপণ করা হয়। তবে ২০২০ সালে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেই সরকার। তখন বিদ্যালয়ের লাগানো ১৫টি মেহগনি গাছ অন্যের জমিতে পড়ে। অন্যের জমিতে থাকা সরকারি গাছ নেওয়া নীতিবিরোধী বলে গ্রামবাসীদের বুঝিয়ে সেসময় প্রধান শিক্ষক কৌশল অবলম্বন করে ওই মেহগনি গাছ বিক্রয় করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। এছাড়াও বিভিন্ন সময়ে স্কুলের নাম করে একাধিক গাছ বিক্রয় করেছেন তিনি। এসময় তারা আরও বলেন, নিয়মবহির্ভূত ভাবে একের পর এক গাছ বিক্রয় করার কারনে বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়ের প্রতি আমাদের সন্দেহ সৃষ্টি হয়। আমরা এসকল বিষয়ে তার কাছে একাধিকবার জানতে চাইলে তিনি স্কুলের নতুন ভবনের ফার্নিচার তৈরির কাজে লাগাবেন জানিয়ে কথা এড়িয়ে যেতে থাকেন। অথচ যে পরিমাণ গাছ কাটা হয়েছে সে তুলনায় অনেক কম পরিমাণ কাঠের তক্তা তিনি স্কুলে নিয়ে এসেছেন। এসময় তারা ক্ষোভের সাথে বলেন, কাউকে কোনকিছু না জানিয়ে একজন প্রধান শিক্ষক কী সরকারি গাছ এভাবে তিনি কর্তন বা বিক্রয় করতে পারেন? আমরা জানি, ঐ গাছ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রয় করতে হয়। তবে তিনি সেটা করেননি।বরং বিদ্যালয় পরিচালনা কমিটিকে ম্যানেজ করে নিজের পকেট বাণিজ্যতে ব্যস্ত বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়। এদিকে খোজঁ নিয়ে জানা যায়, সরকারি নেতাদের ছত্রছায়াতে থাকায় দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে কথা বলতে ভয়পান স্থানীয়সহ প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্যরা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে একের পর এক নিয়মবহির্ভূত কাজ করে চলেছেন তিনি। বিদ্যালয়ের শিক্ষার মান খারাপ থাকলেও সেদিকে নজর রাখেননা তিনি। বরং বিদ্যালয়ের প্রয়োজনীয় সরমঞ্জাম ক্রয় করা বাদে কীভাবে নিজের থাকার জায়গাটা ভালো রাখা যায় সেজন্য বিপুল পরিমান অর্থ ব্যয়করে অফিস রুমের ফ্লোরে টাইস লাগিয়েছেন। একজন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমন রাজকীয় ভাবে প্রশ্নবিদ্ধ বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থাপনা। এছাড়াও বিভিন্ন সময় ভূয়া বিল ভাউচার তৈরী করে বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আর তার এসমস্ত নিয়মবহির্ভূত কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে গত ২৭শে ডিসেম্বর সাতক্ষীরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী গ্রামবাসী। আর ওইদিন সাতক্ষীরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল্যবান বৃক্ষ কর্তনপূর্বক অর্থ আত্মসাতের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত নাকরার পরিপ্রেক্ষিতে কৈফিয়ত তলব করে উপজেলা সহকারি শিক্ষা অফিসার বাবু সন্তোষ কুমার মন্ডলকে একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন (স্মারক নং-৩৮.০১.৮৭০০.০০০.৩১.০০৩.২১-২১৫৮)। এসময় স্মারকপত্রে বলা হয়, সহকারি শিক্ষা অফিসারের তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উক্ত বিদ্যালয় পরিদর্শন করবেন। সেক্ষেত্রে তদন্ত প্রতিবেদনে কোনাে তথ্য গােপন কিংবা অভিযুক্তকে রক্ষার অপচেষ্টা হলে অভিযুক্তসহ সহকারি শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিধি মােতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিলীপ কুমারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের সময় জমির মাপ হলে প্রতিষ্ঠানটির লাগানো গাছ ১৫টি মেহগনি গাছ জনৈক বিলকিস খাতুনের ভাগে পড়েন। এসময় বিলকিস খাতুন তার জমিতে অবস্থিত গাছ প্রতিষ্ঠানকে দিতে অস্বীকৃতি জানান। একারণে ভবন নির্মাণের সুবিধার্থে বিলকিস খাতুন গাছগুলো বিক্রয় করে দেন। আর পরবর্তীতে উদ্বর্তন কর্তৃপক্ষকে অবগত করে বিদ্যালয়ের ফার্ণিচার তৈরীর জন্য কয়েকটি গাছ কাটা হয় বলে জানান তিনি। এসময় তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিপরীতে কোন তথ্য প্রমাণ রয়েছে কিনা জানতে চাইলে রবিবার (২ জানুয়ারি) বিকালে আসতে বলেন তিনি। এসময় এ প্রতিবেদক বিদ্যালয়ে গেলে প্রতিবেদককে একঘন্টা বসিয়ে রেখে তথ্য দেওয়ার বিপরীতে অসৌজন্য মূলক আচরণ করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়। তথ্য দিতে তদন্তকারী শিক্ষা কর্মকর্তার নিষেধ রয়েছে জানিয়ে তিনি প্রতিবেদককে ফেরত পাঠান। তবে প্রতিষ্ঠানটির পাওনাকৃত গাছ বিক্রয় করার একটি টাকাও গ্রহণ করেননি বলে দাবি করেন বিলকিস খাতুনের পরিবারের সদস্যরা।

 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক