সমাজের আলো :  ১কোটি ৫১ লাখ টাকার পাকা রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। সাতক্ষীরা উপজেলার ধুলিহর ইউনিয়নের রাস্তা নির্মাণকাজে নিম্নমানের ইট-বালু দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ এটি। সূত্রে জানা যায়, এলজিইডির অর্থায়নে উপজেলার ধূলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা হতে খড়িয়াডাঙ্গা পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তা বিধি অনুযায়ী পাকা রাস্তা নির্মাণ করতে ঠিকাদার মাহবুবর রহমানের ডিজেন সলিউশন প্রতিষ্ঠানের নামে ১ কোটি ৫১ লক্ষ টাকা বরাদ্দ পায়। সে অনুযায়ী ঠিকাদার রাস্তার মাটি খুঁড়ে বিধি অনুযায়ী ১নং ভিত বালু দিয়ে বালুর ফিলিং কাজ করার কথা। সেই সাথে বালুর ফিলিং এর উপর ম্যাকাডাম করতে ১নং ইটের খোয়া ও সমপরিমাণ বালু দিয়ে ৩০ ইি উঁচু করার পাশাপাশি রাস্তার দুইধারে ৩ফুট করে মাটি দেওয়ার কথা।কিন্তু ব্যবহার করা হয়েছে নিন্মমানের নির্মাণ সামগ্রী,রাস্তার দুই ধারে ৩ফুট মাটি দেওয়ার কথা থাকলেও তা আদৌও করা হয়নি। জায়গায় জায়গায় রাস্তার দুপাশে কোন মাটির চিহ্ন পর্যন্ত নেই। ঠিকাদার মাহবুবর রহমান ও সাব-কন্টাকটার বাবুল হোসেনের বিরুদ্ধে এসব অনিয়মের বিষয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সদর উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ করলেও কোন ফল পাওয়া যায় নি, এই নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে এবং নির্মাণকৃত এ রাস্তাটির গুনগত মান এবং স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে।এ ব্যপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা জানিয়েছেন রাস্তার কাজের অনিয়ম নিয়ে ঠিকাদারকে একাধিকবার বলেও কোন আশানুরূপ ফল পাওয়া যায় নি।চেয়ারম্যান এ ব্যপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *