সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার আমতলা গ্রামে দিনে-দুপুরে ৪টি মাছের ঘেরে বিষ দিয়ে প্রায় কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে।গত ২০ জানুয়ারী দুপুরে উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের বাইশকুড়ার বিলে এঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার মতো ক্ষতিগ্রস্থ হয়েছেন চার ঘের মালিকরা।
ক্ষতিগ্রস্থ ঘের মালিকরা হলেন-আমতলা গ্রামের মৃত আব্দুল গফফার মোড়লের ছেলে হাবিবুল্লাহ্ বাহার, কাওছার মোড়লের ছেলে হাফিজুল ইসলাম, মেল কাজিদের ছেলে রবিউল ইসলাম ও মৃত মোকছেদ সরদারের ছেলে খানজা সরদার। এ ঘটনায় ভুক্তভোগী চার ঘের মালিকের পক্ষ থেকে হাবিবুল্লাহ্ বাহার বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি এজাহার জমা দিয়েছেন। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাস খানেক আগে রবিউল ইসলামের মৎস্য ঘেরে মাছ চুরির সময় হাতেনাতে ধরা পড়েন ইউনিয়নের আমতলা গ্রামের আকরম দফাদারের ছেলে মফিজুল ইসলাম (৪০) ও মোকছেদ গাজীর ছেলে রেজাউল গাজী (৪০)। যেটার প্রত্যক্ষদর্শী ছিলেন ক্ষতিগ্রস্থ ওই চার ঘের মালিক। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যতে জরিমানা গুণতে হয় মফিজুল ও রেজাউলদের। সেই থেকে মফিজুল-রেজাউলসহ তাদের চোরবাহিনীর সদস্যরা বিভিন্নভাবে তাদেরকে হয়রানীর চেষ্টা করতে থাকেন। একপর্যায়ে ঘটনার দিন দুপুরে মফিজুল-রেজাউলসহ একই এলাকার মৃত আনিছ সরদারের ছেলে তৌহিদুল ইসলাম (৫০) ওই চার ঘের মালিকের ঘেরে বিষ দিয়ে মাছ মেরে দেন বলে জানান স্থানীয়রা।
এবিষয়ে ক্ষতিগ্রস্ত ঘের মালিক রবিউল ইসলাম, হাবিবুল্লাহ্ বাহারসহ অন্যান্যরা জানান, ঘেরের বেড়িবাঁধের কারনে ঘেরের জমি অসমতল থাকায় চলতিবছর ধান না লাগিয়ে মাছ চাষ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তারা। তবে মফিজুল-রেজাউলরা ঘের সেচ দিয়ে জমিতে ধান লাগানোর জন্য বলেন। অন্যথায় ঘেরে বিষ দিয়ে মাছ মেরে দিবেন বলে হুমকী দেন।
একপর্যায়ে মফিজুল, রেজাউল ও তৌহিদুল ২০ ফেব্রুয়ারি আমাদের ঘেরে বিষ দিয়ে মাছ মেরে দিয়েছেন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার জমা দেওয়া হয়েছে। এসময় তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবিরের সাথে একাধিকবার যোগাযোগ করলে তার ব্যবহৃত নাম্বারটি ব্যস্ত পাওয়া যায়।

