সমাজের আলো ঃ পুলিশ পরিচয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়েছে ।
একটি দায়িত্বশীল সুত্র বলছে মঙ্গলবার সন্ধায় সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি বাজার থেকে মাদক ব্যবসায়ী সজলকে আটক করে সাদা পোশাকধারি ২\৩ জন। তারা নিজেদেরকে সদর থানার পুলিশ সদস্য পরিচয় দেন। পরে সজলকে সাতক্ষীরায় নিয়ে আসা হয় । পরে সে বাড়িতে ফেরে । আসলে সাদা পোশাকে কোন সংস্থার সদস্যরা ছিল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ।

