সমাজের আলো : সাতক্ষীরায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ইউপি সদস্য নির্বাচিত হলেন সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল। তিনি ১৩ নং লাবসা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে নির্বাচিত হলেন।বুধবার সাতক্ষীরা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী মাসের ১১ তারিখে অনুষ্ঠিত হবে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন। নির্বাচনে লাবসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্মল সরকার, কামরুল ইসলাম, সুকুমার মন্ডল ও বিশ্বনাথ মন্ডল নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দেয়। কিন্তু সুকুমার মন্ডল ব্যতিত বাকি ৩জন প্রার্থী গত ২৬-১৯-২০২১ তারিখে প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচিত ঘোষণার পরপরই বিশ্বনাথ মন্ডল সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন।

