সমাজের আলো : সাতক্ষীরার সদর উপজেলায় শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমেটির সভাপতি ওবায়দুল হোসেন মানির বিরুদ্ধে স্কুল পরিচালনায় ব্যাপক অনিয়ম ও কর্মচারী নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সব কিছু জেনেও নিরব ভূমিকা পালন করছে স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়দেব শর্মাসহ অন্যান্য সদস্যগণ।
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে প্রভাসের ছেলে জয়কে চাকরি দেওয়ার নামে সাড়ে ৪ লক্ষ টাকা গ্রহণ করে বিদ্যালয়ের সভাপতি ওবায়দুল হোসেন মানি। তাকে চাকরি না অন্য প্রার্থীদের কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে সেই নিয়োগ সম্পন্ন করেছেন।
নিলেখালী এলাকার প্রভাস বলেন শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমেটির সভাপতি ওবায়দুল হোসেন মানি আমার ছেলেকে চাকরি দেওয়ার নাম করে প্রথমে আমার কাছে ৫০ হাজার টাকা নেয় এবং পরবর্তীতে আরো ৪ লক্ষ টাকা নিয়ে বলে চাকরি দেবে কিন্তু তারমধ্যে করোনা চলে আসে এবং সেই নিয়োগ বন্ধ হয়ে যায়।
করোনার পর আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু করে আরো ৬ লক্ষ টাকা দাবি করেন সভাপতি কিন্তু আর টাকা দিতে রাজি না হওয়ায় সেই চাকরি হলো না। শুধু আমার ছেলে না আরো অনেকজনের কাছ থেকে এমন টাকা নিয়েছে এই স্কুলের সভাপতি। সাধন নামের একজন ১০ লক্ষ টাকা দিয়েছে তার চাকরি হয়ে গেছে এবং আমার বাকি টাকা ফেরত দেবে বলে আর দেয়না।
এবিষয়ে তানভীর আহম্মেদ সুজনের মাধ্যমে কয়েকবার সময় নিয়েছে টাকা ফেরত দেবে বলে। কিন্তু প্রায় তিন বছর আমার কুত্তার মতো হাটাচ্ছে আজ দেবে কাল দেবে বলে এখন ও টাকা দিলোনা।
শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়দেব শর্মা কর্মচারী নিয়োগে সভাপতির টাকা গ্রহণের বিষয়ে বলেন, আমার এসে একজন বলেছেন সভাপতি টাকা নিয়েছে এবং চেক ও স্ট্যাম্প দিয়েছেন কিন্তু যেহেতু আমার সামনে টাকা দেয়নি এজন্য আমি কিছু জানিনা। আমি সভাপতিকে বলতে পারি তবে তিনি টাকা ফেরত দেবে কি না আমি বলতে পারবো না। যদি প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেয় তাহলে চেষ্টা করবো। এছাড়াও স্কুলের নিয়োগের সময় এমন ঘটনা ঘটে সব জায়গায়।
সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওবায়দুল হোসেন মানি বলেন, যদি নিয়োগপ্রাপ্ত হয়েছে এমন কেউ অভিযোগ করে তাহলে সঠিক হবে। করোনার আগে টাকা নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই টাকা আমার দোকানদারীর লেনদেন। স্বর্ণ বাকি নিয়েছিলাম সেই টাকা পাবে। চেক ও স্ট্যাম্প দেওয়া আছে। এছাড়া আর কোন টাকার লেনদেন হয়নি।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা যদি অভিযোগ পাই তাহলে তদন্ত করে ব্যবস্থা নেবো।
