সমাজের আলো : দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ ভোর ৫টার দিকে বৈকারী ইউনিয়নের কাথন্ডা বিশ্বাসপাড়া আব্দুল জলিল মেম্বারের বাড়ির সামনে এই হামলা হয়।মেম্বার আব্দুল জলিলের ভাই মো. ইমরান হোসেন জানান, ভোরে ঘুম থেকে উঠে ভোটের প্রস্তুতি নেওয়ার সময় প্রতিপক্ষ ফুটবল প্রতীকের প্রার্থী মোহাসিনের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

