সমাজের আলো: সাতক্ষীরা সদর উপজেলায় ৭৪ জন মানুষের মাঝে ঐচ্ছিক তহবিল হতে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্ণারে চেক বিতরন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ’চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৭৪ জন দূঃস্থ ও অসহায় মানুষের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দ ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

