সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামকে ওষুধি গ্রাম আনুষ্টানিক ভাবে উদ্ভোধন করা হবে। বৃহস্পতিবার(24-03-2022) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা তুজলপর কৃষকক্লাব চত্বরে উদ্ভোধনি ঘোষনা করা হবে।তুজলপর গাছের পাঠশালা ও বারসিকের আয়োজনে অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা প্লাবনি সরকার,ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দীন, ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান ও সাতনদীর প্রকাশক ও ব্যবসায়ি মাসুদূর রহমান। সভাপতিত্ব করবেন সাংবাদিক ইয়ারব হোসেন।

