সমাজের আলো:-এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত রাতে সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর গ্রামে এ ঘটনা ঘটে ।ডাকাতরা বাড়ির সকলকে জিম্মি করে অস্ত্রের মুখে সোনা সহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও কোন প্রতিকার হচ্ছে না ।গ্রেপ্তার হচ্ছে না ঘটনার সঙ্গে জড়িতরা। তা নিয়ে জনগণের নানা প্রশ্ন দেখা দিয়েছে।

গ্রামের নুর ইসলাম, আমিরুল ইসলাম জানান ,তার ভাই আনারুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। গত রাতে ৮-১০ জন ডাকাত দল মুখোশ পরা অবস্থায় তার ছোট ভাই আনারুল ইসলামের ঘরে তিনটি দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা সোনার দুল সহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তারা বলেন দূর থেকে সবই তারা দেখতে পাচ্ছিল। কিন্তু উপায় ছিল না কথা বলার ।তাদের কাছে বোমা ও অস্ত্র ছিল। বারে বারে হুমকি দিচ্ছিল বোমা মারার ।চোখের সামনে দিয়ে সব লুট করে নিয়ে গেলেও কিছু করার ছিল না তাদের। ডাকাত দলের মধ্যো একজন লম্বা করে লোক ছিল ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *