সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক পদে নড়াইল জেলায় পদন্নোতি পাওয়ায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।রোববার (৯ মে) দুপুরে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর (২) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা ভাইন চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদর উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা সমবায় অফিসার কারিমুল হক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা, আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বল্লী ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ শামছুর রহমান, ধুলিহর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (বাবু সানা) প্রমুখ।সংবর্ধিত অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী তার বক্তব্য দিতে গিয়ে উপজেলা পরিষদের স্টাফ রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও সাতক্ষীরা’র আপামর জনসাধারণের ভালোবাসায় সিক্ত হয়ে আবেগে আপ্লুত হয়ে জানান, জীবদ্দশায় আমি সাতক্ষীরাবাসীকে কখনো ভুলতে পারবোনা।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *