সমাজের আলো:-এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে ।গত রাতে সাতক্ষীরা সদর উপজেলা লাবসা গ্রামের নাসিমুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে ।
সাতক্ষীরা সদর উপজেলা লাবসা গ্রামের বাড়ির মালিক নাসিমুল ইসলাম জানান রাত তিনটার দিকে আট থেকে দশজন ডাকাত দল পাচিল টোপকে তার বাড়িতে ঢোকে। তারা গ্রিল কেটে ভিতরে ঢুকে তাকে হাতমুখ বেঁধে একটি ঘরে আটকে রাখে। ডাকাতরা নগদ টাকা ও সোনা লুট করে নিয়ে যায়।
তিনি জানান ঘন্টা খানিক ধরে তাদের বাড়ির ভিতরে ডাকাতরা অবস্থান করছিল। তাদের বয়স ২২ থেকে ২৫ হতে হবে ।সকলের মুখে মাস্ক পড়া ছিল। ঢষতারা যাবার সময় সিসি ক্যামেরার হার্ডডিক্স নিয়ে গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিদুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।
