সমাজের আলো : এক কেজি গাঁজাসহ দূই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রাম থেকে পূলিশ তাদেরকে গাঁজাসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী মুরাদ ও জাংগির।
সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর গোলাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই জনকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় মামলা হয়েছে।

