সমাজের আলো : “সুশিক্ষার জন্য শিক্ষক ও কাঙ্খিত শিক্ষা পেতে যেমন শিক্ষক চাই, শিক্ষক সংকট ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল-মামুন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়রর শিক্ষক উম্মে হাবিবা, মো. আবুল খায়ের, ওয়াহিদা সুলতানা, মোস্তফা মনিরুজ্জামান, মো. খোরশেদ আলম, মো. মমতাজ হোসেন, মো.আসাদুজ্জামান, দীপা সিন্ধু তরফদার, সৌমিত্র মন্ডল, মামুন অর রশিদ, পলাশ কান্তি সিংহ, মো. আনোয়ার কবির প্রমুুখ। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক বাবলু স্বর্ণকার ও হেদায়েত উল্লাহ।
