সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে র‌্যাব ও বিজিবির পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা ও আধা কেজি রুপার গহনা আটক করা হয়েছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে একজন মহিলাকে। এছাড়া দেবহাটার কুলিয়ায় র‌্যাবের অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের নটিজাংগাল নামক বাশবাগান থেকে বিজিবির অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেন, তলুইগাছা বিওপি কমান্ডার নায়েক সুবেদার আলাউদ্দীন।

এদিকে ঘাস ভর্তি বস্তার মধ্যে গাঁজা পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে র‌্যাব এর অভিযানে এক নারীকে এক কেজি গাজাসহ আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সাতক্ষীরা সদরের শিকড়ি গ্রাম থেকে এ আটকের ঘটনা ঘটে।
আটককৃত নারীর নাম ইসমাতারা বেগম ওরফে ময়না (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সহকারি পুলিশ সুপার পহন চাকমা জানান, ঘাসের বস্তার মধ্যে রেখে গাঁজা পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেল চারটা ৫০ মিনিটে সদর উপজেলার শিকড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির সামনে অবস্থান করে র‌্যাব সদস্যরা। এ সময় ঘাসের বস্তা বহনকারি ইসমাতারা বেগম ওরফে ময়নাকে আটক করা হয়। বস্তার খুলে ঘাসের মধ্যে পলিথিনে মোড়ানো এক কেজি গাজা জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের ডিএডি আব্দুল গফফার বাদি হয়ে মাদক আইনে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ইসমাতারাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে, সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৬লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০গ্রাম রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এবিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। মাদরা বিওপির নায়েক আহসান হাবিব জানান, সোমবার রাত ১১টার দিকে কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা টহল দেওয়ার সময় উত্তর ভাদিয়ালী গ্রামস্থ তেতুলতলা নামক স্থানে পরিতাক্ত অবস্থায় দুই টুপলা ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। পরে স্বর্ণের দ্কোানে ওজন করে ৫০০গ্রাম রুপার গহনা পাওয়া যায়। তিনি এ বিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
এদিকে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, জেলার দেবহাটা থানাধীন কুলিয়া ইউনিয়নের কুলিয়া বকুলতলা মোড়স্থ জনৈক হাবিবুরের ইজিবাইক সার্ভিসিং দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য (ফেন্সিডিল) ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি গত ৩০ মে রাত ৮টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের মৃত নূর আলী গাজীর ছেলে মো: লিয়াকত গাজী (২৬)কে আটক করে। উপস্থিত সাক্ষীদের সামনে র‌্যাব সদস্যরা আটক লিয়াকতের হেফাজত হতে ৭৫ বোতল ফেন্সিডিল, মোবাইল ১টি, সিম কার্ড ২টি ও নগদ ৫০০ টাকা উদ্ধার করেন।

আটককৃত আসামীকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
এদিকে তলুইগাছা সীমান্ত এখন মাদকসহ চোরাচালানের প্রবেশদ্বারে পরিণত হয়েছে। প্রতিদিন এই সীমান্ত দিয়ে শতশত কেজি গাঁজা, ফেন্সিডলসহ অন্যান্য মাদক ছাড়াও অস্ত্র রুপা ও স্বর্ণ পাচার হয়। তবে চোরাচালানের সাথে জড়ির সিন্ডিকেটের সদস্যরা ধরা ছোয়ার বাইরে থেকে যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *