সমাজের আলো।। : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আব্দুর রউফের সাথে সাতক্ষীরা দিবা নৈশ কলেজের শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দিবা নৈশ কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফিকুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের পরিবার অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। শিক্ষকদের কল্যাণে প্রতিষ্ঠান পরিচালনায় আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি এমপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আপনাদের কল্যাণে কাজ করব। দেশ ও জাতির কল্যাণে শিক্ষকরা অনেক ভূমিকা রাখে। শিক্ষা আলোকিত সমাজ বিনির্মাণের হাতিয়ার। আর শিক্ষক হলো তার সুনিপুণ কারিগর। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ সৃষ্টি কোনোভাবেই সম্ভব নয়। একজন শিক্ষকের কিছু কাজ ও দায়বদ্ধতা আছে। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। শিক্ষক শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখান। শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক-বাহক। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তারা মানুষ গড়ার কারিগরও।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীমান্ত কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, দিবা নৈশ কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান প্রমুখ। এ সময় সাতক্ষীরা দিবা নৈশ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের শিক্ষক তৈয়েব হাসান বাবু।

