নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারী) রাতে ঝাউডাঙ্গা হাইস্কুল মাঠে ঝাউডাঙ্গা ইউনিয়নবাসীর আয়োজনে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য কান্ডারী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার দেখে একটি দল ইশ্বান্বিত হচ্ছে। সাতক্ষীরা-২আসনে ধানের শীষের বিজয় কেউ ধরে রাখতে পারবেনা ইনশাল্লাহ। বিএনপি ইনশাল্লাহ এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়। ধানের শীষ জিতলে এগিয়ে যাবে বাংলাদেশ। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এদেশের দ্বীনদার আলেম সমাজের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে ক্ষমতায় নিতে পারেন তাহলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুবিধা নিশ্চিত করা হবে। পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা হবে।”
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা জিয়া পরিষদের সভাপতি নূর মোহাম্মদ পাড়, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান প্রমুখ।
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ছবি নিয়ে সন্ধ্যার আগেই ঝাউডাঙ্গা ফুটবল মাঠ লোকে লোকারণ্য হয়ে নির্বাচনী জনসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঝাউডাঙ্গা নির্বাচনী জনসভাস্থল।

