সমাজের আলো:- সাতক্ষীরা সদর ২ আসনের জাতীয় পার্টির এমপি তার মনোনীত সভাপতি করার জন্য দফায় দফায় ডিওলিটার দিলেন সাতক্ষীরা সদর উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে।প্রথমে ডিওলিটার দেন একজন পিয়োনকে সভাপতি করার জন্য। নিয়ে সদর এমপি সঙ্গে স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষের মধ্যেও সৃষ্টি হয় বিরোধ।এমপির মনোনীত প্রার্থী কলেজে সভাপতি না হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষেকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু’র বিরুদ্ধে। এই ঘটনা সাতক্ষীরায় ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের কাছে একটি অভিযোগ দিয়েছেন‌ দীপক কুমার মল্লিক।
সাতক্ষীরা সদর উপজেলার শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
দীপক কুমার মল্লিক বলেন, আমার কলেজের নিয়মিত গভর্ণিং বডির মেয়াদ শেষ হওয়ায় নিয়মতান্ত্রিক গভর্ণিং বডি গঠনের লক্ষ্যে সকল কার্যক্রম সম্পন্ন করি। বিধি মোতাবেক সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যদের নাম প্রেরণ করতে হয়। সে অনুসারে সভাপতির নির্দেশক্রমে মিটিং এর আহবান করি। কমিটির উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে তাদের লিখিত সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে আমি দায়িত্বে থাকার কারনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যের নাম প্রেরণ করা হয়।

ভারপ্রাপ্তদেরকে বলেন প্রথমে সদর উপজেলার একটি মাদ্রাসার পিয়নকে কলেজের কলেজে সভাপতি করার জন্য সাতক্ষীরা জাতীয় পার্টির এমপি আশরাফুজ্জামান আশু। পরে আরো তিনজনকে দিও লেটার দেন একই কলেজে।
গত ১৩ মে সকালে ‘জাতীয় পার্টির নেতা শরিফুজ্জামান বিপুলকে তার কাছে মোবাইলটি ধরিয়ে দেন। অপর প্রান্ত থেকে সদর এমপি থাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন হুমকি-ধুমকি দেন। গালিগালাজ করতে থাকে এবং আমার পিঠের চামড়া উঠানোর নির্দেশ সহ জিহ্বা টেনে ছিড়ে দেবে বলে হুমকি দেয় ।তিনি বলেন জীবনে বাঁচতে হলে আমার সিদ্ধান্ত সন্ধ্যার ভিতরে বাস্তবায়ন করতে হবে।না হলে পিঠের চামড়া উঠানো সহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

শহীদ স্মৃতি কলেজের সভাপতি গোলাম মোরশেদ বলেন, আমরা সম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। তবে একজন নির্বাচিত প্রতিনিধি একজন শিক্ষকের সাথে এধরণের ব্যবহার করতে পারেন কিনা আমার জানা ছিল না। তিনি বলেন এ ঘটনায় জরুরি হবা ডাকা হবে গভর্নিং বডির সভা ডেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে । এই ঘটনাযর রেজুলেশন করা হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ একটি অভিযোগ করেছে। পরবর্তীতে রেজুলেশন এর মাধ্যমে কলেজের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল বলেন, আমরা এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমি এমপি সাহেব কল দিয়েছিলাম। এমপি সাহেব বলেছে, আমার মনোনিত প্রার্থীকে সভাপতি না করায় তাকে বকাবকি করেছি তবে কোন হুমকি দেওয়া হয়নি।

স্বপন কুমার শীল বলেন, আমরা এ বিষয়ে কমিটির বাকি সদস্যদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

অভিযোগের বিষয়ে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজনৈতিক প্রতিপক্ষদের সাথে নিয়ে এধরনের একটি কথা বলে বেড়াচ্ছেন।সে কোন ডকুমেন্টস দিতে পারবে না ।আমি তাকে কিছু বলেছি।

তিনি বলেন, এটা এখান থেকে দুই থেকে আড়াই মাস আগে আমি প্রিন্সিপাল সাহেবের কাছে একটি ডিওলেটার দিয়েছিলাম ।সেটি ভিসি সাহেব বরাবর পাঠানোর জন্য।কিন্তু উনি সেটা পাঠাননি। বর্তমান যে সভাপতি হিসেবে দায়িত্বে আছে তার নামে অনেক অভিযোগ রয়েছে।আমি চাচ্ছিলাম একটা ভালো ছেলে সভাপতির দায়িত্ব পালন করুক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *