সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জোটের প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ এইচ এম গোলাম রেজা। তিনি ইতিমধ্যে তার নেতাকর্মীদের মাঠে নেমে কাজ করার নির্দেশ দিয়েছেন।

সাতক্ষীরা-৪ আসন সূত্রে জানা গেছে, সাবেক এমপি গোলাম রেজার রয়েছে শক্তিশালী ব্যক্তিগত ভোটব্যাংক। ২০০৮ সালের নির্বাচনে চার দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামী নেতা কাজী নজরুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে তিনি আলোচনায় আসেন। সেই নির্বাচনের পর থেকেই শ্যামনগরের রাজনীতির সমীকরণে পরিবর্তন আসে।

শ্যামনগর উপজেলা দেশের সর্বদক্ষিণের আসন—১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ এলাকা রাজনৈতিকভাবে সবসময় গুরুত্ব পেয়ে এসেছে। নির্বাচিত সংসদ সদস্য থাকাকালীন গোলাম রেজা স্থানীয়ভাবে রাস্তা, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখেন বলে দাবি তাঁর সমর্থকদের।

গোলাম রেজার ঘনিষ্ঠ একাধিক কর্মী জানান, তিনি ইতিমধ্যেই ভোটারদের বাড়ি বাড়ি যোগাযোগের নির্দেশ দিয়েছেন এবং মাঠ পর্যায়ে গণসংযোগ শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের অনেকে মনে করছেন, জামায়াত ও বিএনপি আলাদা প্রার্থী দিলে গোলাম রেজা অতিরিক্ত সুবিধা পেতে পারেন।

সাবেক এমপি গোলাম রেজা বলেন, আমি একটি জোটের প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচন করব। সব প্রস্তুতি সম্পন্ন। ২০০৮ সালে নির্বাচিত হওয়ার পর আমার হাত দিয়ে শ্যামনগর ও কালীগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু গত ১৭ বছরে শ্যামনগর উন্নয়নে অনেক পিছিয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ২০০৮ সালে জনগণের ভোটে নির্বাচিত এমপি ছিলাম। আমার হাত দিয়ে কোনো দুর্নীতি হয়নি। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাটসহ অসংখ্য উন্নয়ন হয়েছে। আল্লাহর রহমতে জনগণের ভালোবাসা, সমর্থন আর তাদের ভোট নিয়ে ইনশাল্লাহ আবারও বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হব।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *