সমাজের আলোঃ সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামে দুই জন করোনা রোগী বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত সেলিমের বাড়ি লকডাউনের পর বুধবার করোনা রোগী মাছুম বিল্লাহের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা সদর থানার কুইক রেসপন্স টিম মাছুম বিল্লাহের বাড়ি লকডাউন করে। সেলিমের বাড়ি সদর থানা পুলিশ তারিখেই লকডাউন করেছিল।
এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়। কুইক রেসপন্স টিমের সদস্যরা হলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আবুল কালাম আজাদ, এসআই (নিঃ) আহাম্মদ আলী এবং এএসআই (নিঃ) ফারহানা ইসলাম।
এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এ বিষয়টি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন নিশ্চিত করেছেন।

