সমাজের আলোঃ লাদাখে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা তীব্র। সম্প্রতি সেখানে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে ভারতের ২০ সেনা সদস্য নিহত হওয়ার পর উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। চীনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন অবস্থায় পারমাণবিক শক্তিধর এই দু’টি দেশের দিকে কড়া দৃষ্টি রাখছেন যুদ্ধবিশারদরা। যদি এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে কে জিতবে- ভারত নাকি চীন? এ নিয়ে নানা হিসাব। নানা বিশ্লেষণ। কারণ, সামরিক ব্যয়ের দিক দিয়ে ভারতের চেয়ে অনেক এগিয়ে চীন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের তথ্যমতে, তারা সামরিক ব্যয়ের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে।
চীনের বার্ষিক সামরিক ব্যয় ২৬১০০ কোটি ডলার। অন্যদিকে এদিক দিয়ে ভারতের অবস্থান তৃতীয়। অর্থাৎ চীনের চেয়ে একধাপ নিচে ভারত। ভারতের বার্ষিক সামরিক ব্যয় ৭১১০ কোটি ডলার। বিজনেস ইনসাইডারের হিসাব মতে, যুদ্ধবিমানের শক্তির দিক দিয়ে চীন তৃতীয় অবস্থানে। তাদের কাছে আছে ৩২১০টি যুদ্ধবিমান। এক্ষেত্রেও চীনের চেয়ে এক ধাপ নিচে ভারতের অবস্থান- চতুর্থ। ভারতের কাছে আছে ২১২৩টি যুদ্ধবিমান। এরই মধ্যে ভারতের ডিআরডিও তাদের ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পৃথিবী-১ এর পরীক্ষা চালিয়েছে। এর পাল্লা ১৫০ কিলোমিটার। অন্যদিকে পৃথিবী-২ এর পাল্লা ২৫০ কিলোমিটার।
২০২০ সালে এসে বিশ্ব সবচেয়ে বৃহৎ সক্রিয় সামরিক বাহিনী রয়েছে চীনের। সেখানে সক্রিয় সেনা সদস্যের সংখ্যা ২১ লাখ ৮০ হাজার। স্ট্যাসিস্টা’র মতে, এর কাছাকাছি রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া ও রাশিয়া। এখানে আরো উল্লেখ করা যেতে পারে যে, ভারতের চেয়ে চীনের হাতে আছে দ্বিগুণ ফাইটার এবং ইন্টারসেপ্টর আছে। চীনের আছে ব্যবহার উপযোগী ৫০৭টি বিমানবন্দর। অন্যদিকে ভারতের আছে ৩৪৬টি। গ্লোবাল ফায়ারপাওয়ারের মতে, চীনের হাতে আছে কমপক্ষে ৩২০০টি ট্যাংক। ভারতের আছে ৪২০০টি। কিন্তু চীনের হাতে সাঁজোয়া যান আছে বিস্ময়করভাবে ৩৩,০০০। কিন্তু এক্ষেত্রে ভারত অনেক দুর্বল। তাদের আছে কমপক্ষে ৮৬০০টি। সাম্প্রতিক তথ্যমতে, ভারতের তুলনায় চীনের কাছে ১০ গুণ বেশি রকেট উৎক্ষেপক আছে। চীনের হাতে এমন উৎক্ষেপকের সংখ্যা কমপক্ষে ২৬৫০। অন্যদিকে ভারতের আছে মাত্র ২৬৬টি। ভারতের তুলনায় চীনের হাতে প্রায় তিনগুণ নৌ সম্পদ আছে। চীনের এমন সম্পদের সংখ্যা ৭৭৭। পক্ষান্তরে ভারতের আছে ২৮৫টি। চীনের আছে ৭৪টি সাবমেরিন। ভারতের আছে ১৬টি। চীনের কাছে আছে ৩৬টি ডেস্ট্রয়ার। ভারতের আছে মাত্র ১১টি।
ওদিকে সোমবার আনন্দবাজার পত্রিকা ‘আন্তর্জাতিক রিপোর্ট: নিয়ন্ত্রণরেখায় শক্তিতে ভারত-চীন কে কোথায় এগিয়ে’- শীর্ষক একটি রিপোর্টে দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক একটি চিত্র ফুটিয়ে তুলেছে। এতে বলা হয়েছে, বেলফারের দুই বিশেষজ্ঞ ফ্রাঙ্ক ও’ডোনেল এবং অ্যালেক্স বলফ্রাস বিস্তারিত আলোচনা করেছেন- প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে ভারত-চীন সংঘাতের ক্ষেত্রে কোন দেশ সামরিক শক্তিতে কোথায় কতটা এগিয়ে তা নিয়ে। দোকলাম সংকটকে পরিপ্রেক্ষিতে রেখেই এই তুলনামূলক আলোচনা করা হয়েছিল। একই রকমভাবে, ২০১৯ সালের অক্টোবরে সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস) নামে একটি গবেষণা সংস্থাও একই রকম তুলনামূলক আলোচনা করেছিল। বেলফার সেন্টার এবং সিএনএএস প্রকাশিত এই দুই বিশ্লেষণে দেখানো হয়েছে, সমর সম্ভার থেকে শুরু করে যুদ্ধ পারদর্শিতায় এই মুহূর্তে ভারত এবং চীনের তুলনামূলক অবস্থান।
স্থলবাহিনী: বেলফারের রিপোর্টে উল্লেখ করা হয়েছে- প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনের মোকাবিলা করতে ভারত অন্তত ২ লাখ ২৫ হাজার সেনা মোতায়েন করতে সক্ষম। তার মধ্যে উত্তরাঞ্চলীয় কমান্ডে সেনা সংখ্যা প্রায় ৩৪ হাজার। এর মধ্যে লাদাখে রয়েছে টি-৭২ ব্রিগেডের ১৫০টির মতো ট্যাঙ্ক এবং ৩০০০ বাহিনী। এ ছাড়াও রয়েছে অষ্টম মাউন্টেন ডিভিশন এবং তৃতীয় ইনফ্যান্ট্রির সেনারা। মধ্যাঞ্চলীয় কমান্ডের অধীনে রয়েছে ষষ্ঠ মাউন্টেন ডিভিশনের প্রায় ১৬ হাজার সেনা। পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে চীনা সীমান্তে রয়েছে ভারতীয় সেনার ৯টি মাউন্টেন ডিভিশনের প্রায় ১ লাখ ৭৫ হাজার সেনা। তার সঙ্গে রয়েছে অরুণাচলের ব্রহ্মস মিসাইল রেজিমেন্ট। উল্টো দিকে চীনের শিনচিয়াং মিলিটারি ডিসট্রিক্ট এবং তিব্বত মিলিটারি ডিসট্রিক্টে মোতায়েন রয়েছে প্রায় ৭০ হাজার সেনা। এর মধ্যে বড় অংশই বর্ডার ডিফেন্স রেজিমেন্ট বা সে দেশের সীমান্ত রক্ষী বাহিনী। সেই সঙ্গে চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের প্রায় ১ লাখ ২০ হাজার গোলন্দাজ আর পদাতিক সেনা যোগ করলে তা ভারতের সেনা সমাবেশের প্রায় সমান। কিন্তু সিএনএএস রিপোর্ট পদাতিক বা গোলন্দাজ বাহিনীর সম্মুখ সমরের দক্ষতায় এগিয়ে রেখেছে ভারতীয় বাহিনীকে। তার কারণ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে, ভারতীয় বাহিনী নিয়মিত সন্ত্রাস দমন অভিযানের সঙ্গে যুক্ত। অন্যদিকে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ ওইরকম উচ্চতায়, প্রতিকূল পরিবেশে ভারতীয় সেনাবাহিনীর পারদর্শিতা এবং অভিজ্ঞতাকে অনেকটা বৃদ্ধি করেছে। অন্যদিকে ১৯৭৯ সালে ভিয়েতনামের সঙ্গে সংঘর্ষ ছাড়া চীনা বাহিনীকে বড় কোনো সংঘর্ষের মুখোমুখি হতে হয়নি। ওই লড়াইয়ে ভিয়েতনামের বাহিনীর কাছে রীতিমতো পর্যুদস্ত হয়েছিল চীনা বাহিনী। ফলে তুলনামূলক বিচারে ভারতকেই এগিয়ে রাখছে এই রিপোর্ট। এ ছাড়াও, সমপ্রতি ভারতীয় বাহিনীতে চিনুক, অ্যাপাশের মতো হেলিকপ্টার যুক্ত হওয়ায় সেনার ক্ষমতা অনেকটা বেড়েছে। সেই সঙ্গে সি-১৩০ জে সুপার হারকিউলিস এবং সি-১৭ গ্লোবমাস্টারের মতো বিমান প্রত্যন্ত এলাকায় বাহিনীর রসদ জোগানো এবং লজিস্টিক সাপোর্ট পৌঁছতে খুবই কার্যকর।
ভারত বনাম চীন বিমান বহর: প্রকৃত নিয়ন্ত্রণরেখা ধরে চীনা বিমান বাহিনী ভারতের বিমান বহরের থেকে সংখ্যা এবং গুণগত দু’দিক থেকেই পিছিয়ে বলে দাবি গবেষকদের। চীন-ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অংশটি চীনের পশ্চিমাঞ্চলীয় সেনা কমান্ডের আওতাধীন। সেখানকার রীতি অনুযায়ী, ওই পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অন্তর্ভুক্ত বিমান বাহিনীও। ওই কমান্ডের অধীনে ১৫৭টি যুদ্ধবিমান, বোমা ফেলতে বা আক্রমণ করতে সক
