সমাজের আলো : সাম্প্রদায়ীক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে কালিগঞ্জের নলতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নলতা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শনিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় নলতা হাসপালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে ঢাকা থেকে মোবাইল ফোন যোগে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। আরও বক্তব্য রাখেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন পাড়, সাবেক সভাপতি মাস্টার সামছুর রহমান, নলতা ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ৬নং ওয়ার্ড আয়োমী লীগের সভাপতি আব্দুর জব্বার, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম পাড়, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন হাসান প্রমুখ। জিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, সা¤প্রদায়ীক সহিংসতা বন্ধ করে অবিলম্বে সহিংস ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠণ করে দোষীদের বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তারা আরও বলেন সা¤প্রদায়ীক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার উপস্থিত ছিলেন।

